জুন/২০১৫খ্রিঃ মাসে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভার কার্যবিবরণীঃ
সভাপতি : আবু শাহেদ চৌধুরী
উপজেলা নির্বাহী অফিসার
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
সভার তারিখ : ২৪/০৭/২০১৫খ্রি: ।
স্থান : উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ।
সভাপতি উপস্থিত সম্মানীত সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরম্ন করেন। বিগত মাসে অনুষ্ঠিত আইন-শৃংখলা কমিটির মাসিক সভার কার্যবিবরণী সভায় পাঠ করে শুনান। কার্যবিবরণী সঠিকভাবে লিপিবদ্ধ হওয়ায় তা সর্বসম্মতক্রমে অনুমোদিত ও গৃহীত হয়।
২। সভার শুরম্নতে তিনি নবীনগর থানায় মে/এপ্রিল ২০১৫খ্রিঃ মাসে সংগঠিত অপরাধ চিত্রের নিমণরম্নপ তুলনামুলক বিবরণী সভায় উপস্থাপন করেনঃ
মাস/সন |
| সংগঠিত অপরাধের বিবরণ | ||||||||||||||
ডাকাতি | দুস্যতা | খুন | ধর্ষন | দাংগা | চাঁদা দাবী | নারী নির্যাতন | অপহরণ | ছিনতাই | সিদেল চুরি | চুরি | মাদক | অন্যান্য | অস্ত্র আইন | মোট | ||
এপ্রিল/১৪ | - | - | ০১ | ০২ | - | ০১ | ১৪ | ০১ | - | ০১ | - | ০২ | ৫১ | - | ৭৩ | |
মার্চ/১৪ | - | - | - | - | - | - | ১১ | - | - | ০২ | ০১ | ০৩ | ৩৯ | - | ৫৬ | |
তুলনামুলক অপরাধ চিত্র হতে দেখা যায় যে, এপ্রিল/১৫ মাসে মার্চ/১৫ মাসের তুলনায় খুন, ধর্ষন, চাঁদা দাবী, নারী নির্যাতন ও অপহরণ ও অন্যান্য মামলা বৃদ্ধি পেয়েছে। নবীনগর থানার আইন-শৃংখলা পরিস্থিতি সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার ইনচার্জ নবীনগর থানাকে অনুরোধ জানান।
৩। নবীনগর উপজেলার ভ্রাম্যমান আদালত সংক্রামত্ম তুলনামূক মাসিক তথ্য বিবরণীঃ
উপজেলার নাম | মাস | ভ্রাম্যমান আদালত পরিচালনার সংখ্যা | মামলার সংখ্যা | পূর্ববর্তী মাসের তুলনায় মামলা হ্রাস/বৃদ্ধি | প্রদত্ত শাসিত্ম জরিমানার অর্থের পরিমান | পূর্ববর্তী মাসের তুলনায় জরিমানা হ্রাস/বৃদ্ধি | দন্ডিত ব্যক্তির সংখ্যা |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
নবীনগর
| জুন/১৪ | ০৪ | ০৯ | ১০টি মামলা হ্রাস | ১৯,৩০০/- | ১,৮৩,৯০০/- টাকা হ্রাস | ৭ |
জুলাই/১৪ | ০৮ | ১৯ | ২,০৩,২০০/- | ১৯ |
সভাপতি উপস্থিত সকলকে নিজ নিজ বক্তব্য পেশ করার অনুরোধ জানান এবং সভায় নিমেণাক্ত আলোচনা ও সিদ্ধামত্মসমূহ গৃহীত হয়।
ক্রঃ নং | আলোচনা | সিদ্ধান্ত | বাসত্মবায়নকারী |
০১. | ইউনিয়ন আইন-শৃংখলা কমিটি সভার কার্যবিবরণী পর্যালোচনায়ঃ বিদ্যাকুট, বড়াইল, বীরগাঁও, বিটঘর, নবীনগর পূর্ব, রতনপুর, লাউরফতেহপুর, জিনদপুর, সলিমগঞ্জ, কৃষ্ণনগর ও শ্রীরামপুর ইউনিয়ন হতে পাওয়া গিয়েছে। এছাড়া অন্যান্য ইউনিয়ন থেকে পাওয়া যায়নি। | ইউনিয়ন আইন-শৃংখলা কমিটির সভার কার্যবিবরনী নিয়ে বিসত্মারিত আলোচনা করা হয়। সভায় সংশিস্নস্ট ইউপি চেয়ারম্যানগণ প্রত্যেক মাসের ১৫ তারিখের মধ্যে ইউনিয়ন আইন-শৃংখলা সভা করে ২০ তারিখের মধ্যে উপজেলায় সভার কার্যবিবরণী পাঠানোর বিষয়ে সিদ্ধামত্ম গৃহীত হয়। | সকল ইউপি চেয়ারম্যান। |
০২. | চেয়ারম্যান রতনপুর সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুবাচাইল-বাজেবিশাড়া ৩নং ওয়ার্ডে ১টি মামলা হয়েছে। ইউপি’র গ্রাম আদালতে ১টি মামলা চলমান রয়েছে, কিন্তু বিবাদীকে নোটিশ প্রদান করলে, তারা ইউনিয়ন পরিষদে আসে না। যে কোন সময় ঐ গ্রামে বিশৃংখলা ঘটতে পারে এ বিষয়ে অফিসার ইনচার্জ নবীনগর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার ইনচার্জ, নবীনগর থানাকে অনুরোধ জানান। | সভায় বিসত্মারিত আলোচনায় অফিসার ইনচার্জ, নবীনগর থানা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন মর্মে সিদ্ধামত্ম গৃহীত হয়। | অফিসার ইনচার্জ নবীনগর থানা। |
০৩. | চেয়ারম্যান বিদ্যাকুট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিদ্যাকুট ইউনিয়নে ইদানিং চzুর/ডাকাতি বৃদ্ধি পেয়েছে, যাদের বাড়ীতে চুরি হয়েছে, তাদের নামের তালিকা থানায় দেয়া হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপপ গ্রহন করার জন্য অফিসার ইনচার্জ, নবীনগর থানাকে বিশেষভাবে অনুরোধ জানান। | সভায় বিসত্মারিত আলোচনায় অফিসার ইনচার্জ, নবীনগর থানা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন মর্মে সিদ্ধামত্ম গৃহীত হয়। | অফিসার ইনচার্জ নবীনগর থানা। |
০৪. | চেয়ারম্যান নবীনগর পশ্চিম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, নবীনগর পশ্চিম ইউনিয়নে নবীপুর গ্রামে খুন খারাপি হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলা নেয়ার ক্ষেত্রে তদমত্মপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য অফিসার ইনচার্জ, নবীনগর থানাকে বিশেষভাবে অনুরোধ জানান। | সভায় বিসত্মারিত আলোচনায় অফিসার ইনচার্জ, নবীনগর থানা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন মর্মে সিদ্ধামত্ম গৃহীত হয়। | অফিসার ইনচার্জ নবীনগর থানা। |
০৫. | চেয়ারম্যান শিবপুর সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্ষাকালে চুরির প্রবনতা বৃদ্ধি পায়, এক্ষেত্রে নৌ-টহলের ব্যবস্থা গ্রহনের অফিসার ইনচার্জ, নবীনগর থানাকে বিশেষভাবে অনুরোধ করেন। | সভায় বিসত্মারিত আলোচনায় অফিসার ইনচার্জ, নবীনগর থানা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন মর্মে সিদ্ধামত্ম গৃহীত হয়। | অফিসার ইনচার্জ নবীনগর থানা। |
০৬. | চেয়ারম্যান জিনোদপুর ধন্যবাদ জানিয়ে বলেন, ঈদের আগেও পরেও এলাকায় আইন-শৃংখলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা আছে, সেই প্রেক্ষিতে পুলিশ টহলের ব্যবস্থা ব্যবস্থা গ্রহনের জন্র্য অফিসার ইনচার্জ, নবীনগর থানাকে অনুরোধ জানান। | সভায় বিসত্মারিত আলোচনায় অফিসার ইনচার্জ, নবীনগর থানা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন মর্মে সিদ্ধামত্ম গৃহীত হয়। | অফিসার ইনচার্জ নবীনগর থানা। |
০৭. | চেয়ারম্যান বিটঘর ধন্যবাদ জানিয়ে বলেন, তার ইউনিয়নে আজাহারম্নলস্নাহ মোটর সাইকেল নিয়ে দুধর্ষভাবে চলাফেরা করে, তার ভয়ে এলাকায় কেউ কোন কথা বলেনা তার বিরম্নদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার ইনাচার্জ, নবীনগর থানাকে অনুরোধ জানান। | সভায় বিসত্মারিত আলোচনায়, অফিসার ইনচার্জ, নবীনগর থানা এবিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন মর্মে সিদ্ধামত্ম গৃহীত হয়। | অফিসার ইনচার্জ নবীনগর থানা। |
০৮. | চেয়ারম্যান বীরগাঁও ধন্যবাদ জানিয়ে বলেন, কেদারখলা বালু মহাল নিয়ে প্রতিদিনই ঐ এলাকার লোকজন আতংকের মধ্যে বসবাস করে, উক্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সহকারী কমিশার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার নবীনগরকে অনুরোধ জানান। | সভায় বিসত্মারিত আলোচনায়, সহকারী কমিশার (ভূমি), নবীনগরকে এবিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন মর্মে সিদ্ধামত্ম গৃহীত হয়। | সহকারী কমিশনার (ভূমি), নবীনগর। |
০৯. | চেয়ারম্যান বড়াইল ধন্যবাদ জানিয়ে বলেন, তার ইউনিয়নে অনেক উঠতি বয়সের ছেলেরা চুরি ডাকাতির দিকে ঝুকে পড়ছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার ইনচার্জ, নবীনগর থানাকে অনুরোধ জানান। | সভায় বিসত্মারিত আলোচনায়, অফিসার ইনচার্জ, নবীনগর থানা এবিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন মর্মে সিদ্ধামত্ম গৃহীত হয়। | অফিসার ইনচার্জ নবীনগর থানা। |
০৪। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের অনেক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার সময় প্রায়ই মেয়েদেরকে বিভিন্নভাবে উত্যক্ত করে, স্কুল চলাকালীন সময়ে স্কুলের পাশের রাসত্মায় পুলিশ টহলের ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান। জলস্না গ্রামের কবরস্থানের পাশে ছেলেরা বসে গাঁজা ও মদ সেবন করে উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার ইনচার্জ, নবীনগর থানাকে বিশেষভাবে অনুরোধ জানান।
০৫। কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, মুক্তিযোদ্ধা খায়রম্নল আলম মারা গিয়েছে (ইন্না-রাজেউন), তার আত্মার মাগফেরাত কামনা করেন। কাইতলা উত্তর ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃংখলা অবনতি হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য অফিসার ইনচার্জ, নবীনগর থানাকে অনুরোধ জানান।
০৬। সভাপতি প্রেস ক্লাব, উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঈদের আগে ও পরে নবীনগর উপজেলায় বিগত বছরগুলোর চিত্রতে দেখা যায় প্রায়শই আইন-শৃংখলার অবনতি হয়, এবৎসর যাতে কোন প্রকার আইন-শৃংখলার অবনতি না হয় এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য অফিসার ইনচার্জ, নবীনগর থানাকে অনুরোধ জানান।
০৭। জনাব জহির উদ্দীন চৌধুরী (শাহান), উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঈদ উপলক্ষে বটতলী ও আলীয়াবাদ রাসত্মায় পুলিশ টহলের ব্যবস্থা গ্রহনের জন্য এবং নবীনগর পশ্চিম ইউনিয়নে যে কোন সময় দাঙ্গা-হাঙ্গামা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়েদেরকে উত্যক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য অফিসার ইনচার্জ, নবীনগর থানাকে অনুরোধ জানান।
০৮। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপস্থিত সকলকে ধন্যবোদ জানিয়ে বলেন, হাসপাতালের কোয়ার্টারে ৩৪টি পরিবার বসবাস করে, প্রায়ই হাসপাতাল কম্পাউন্ডে ফেনসিডিলের বোতল পাওয়া যায়, সেই প্রেক্ষিতে হাসপাতালের কম্পাউন্ডে সপ্তাহে ১ বার পুলিশ টহলের ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার ইনচার্জ, নবীনগর থানাকে অনুরোধ জানান।
০৯। ভাইস চেয়ারম্যান (পুরম্নষ) উপজেলা পরিষদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি ভাল, অন্যান্য উপজেলার সাথে তুলনা করলে। আইন-শৃংখলা উন্নয়নের এক্ষেত্রে পুলিশ প্রশাসনের একার পক্ষেসম্ভব নয়, এক্ষেত্রে জনপ্রতিনিধিরা সহযোগিতা করলে, আইন-শৃংখলার পরিস্থিতি উুন্নয়ন হবে। মামলা নেয়ার এক্ষত্রে ইউপি চেয়ারম্যানের সহযোগিতা নিলে ভাল হবে মর্মে জানান।
১০। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইউনিয়ন আইন-শৃংখলা কমিটির সভা করা এবং উপজেলায় সভার কার্যবিবরণী যথাসময়ে প্রেরণের জন্য গুরম্নত্বারোপ করেন। কেদারখলা বালুমহালে রায়পুরাবাসীর হস্তক্ষেপের কারনে মেঘনা নদীর গতিপথ পরিবর্তন হয়ে এ উপজেলা বড় ধরনের নদীভাঙ্গন সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মুরাদনগরের লোকজন অদের খালের মাটি কেটে নিয়ে যাচ্ছে, ফলে অদের খালের এপাড়ের নবীনগরের সাথে সংশিস্নস্ট খালের পাড়ের বাড়িগুলো ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। নবীনগর পশ্চিম ইউনিয়নে আইন-শৃংখলা অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার ইনচার্জ নবীনগর থানাকে অনুরোধ জানান। কোনাউর গ্রামে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় একটি খুন হয়েছে, দ্বিতীয়বারের মত যাতে আইন-শৃংখলার অবনতি না হয়, নবীনগর গার্লস স্কুলের বিষয়ে এবং ঈদকে কেন্দ্র করে আইন-শৃংখলা পরিস্থিতি যাতে কোন প্রকার অবনতি না হয় এ বিষয়ে অফিসার ইনাচার্জ, নবীনগর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান। পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান।
০৮। অফিসার ইনচার্জ, নবীনগর থানা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি নিয়মন্ত্রনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। গত কিছু দিন আগে ইভটিজিং এর বিষয়ে একজনকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে এবং ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সমস্যাটি আজকের সভার প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। থানায় মামলা করতে আসলে, যখন মামলা না নেয়া হয় বাদী তখন আদালতে আশ্রয় নেয়, তখন মামলা না নেয়ার কারনে আদালতের কাঠগড়ায় উপস্থিত হতে হয়। ঈদকে কেন্দ্র করে যাতে কোন প্রকার আইন-শৃংখলার অবনতি না ঘটে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। বিটঘরের চেয়ারম্যান যে বিষয়টির কথা আলোচনা করেছেন, এবিষয়ে পরিষদে সভা করে সভার রেজুলেশন প্রেরন করিলে ভাল হবে।
০৯। সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, কেদারখলা বালু মহাল ও অদের খালের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সহকারী কমিশনার (ভূমি), নবীনগরকে অনুরোধ জানান। ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে স্কুল চলাকালীন সময়ে সপ্তাহে দুদিন পুলিশ টহলের ব্যবস্থা করার জন্য অফিসার ইনচার্জ নবীনগর থানাকে অনুরোধ জানান। পবিত্র ঈদুর ফিতরের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।
১২। অতঃপর সভায় আর কোন আলোচনা না থাকায় আগামী সভায় যথাসময়ে সকলের উপস্থিতি কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।
(মোহাম্মদ আজিজুল ইসলাম)
উপজেলা নির্বাহী অফিাসার
ও
সভাপতি
উপজেলা আইন-শৃংখলা কমিটি
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
স্মারক নং ৯-৪/২০১১- (৫০) তারিখঃ ২২/০৪/২০১৪ খ্রিঃ।
অনুলিপিঃ
০১। জনাব ফয়জুর রহমান, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৫, নবীনগর। সদয় জ্ঞাতার্থে।
০২। জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া। সদয় অবগতির জন্য।
০৩। পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া। সদয় অবগতির জন্য।
০৪। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। সদয় অবগতির জন্য।
০৫। ভাইস চেয়ারম্যান (পুরম্নষ/মহিলা), উপজেলা পরিষদ, নবীনগর।
০৬। প্রশাসক, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
০৭। সহকারী কমিশনার (ভুমি), নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
০৮। অধ্যক্ষ.......................................................কলেজ/মাদরাসা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
০৯। উপজেলা ..................................................কর্মকর্তা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
১০। অফিসার ইনচার্জ, নবীনগর থানা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
১১। চেয়ারম্যান...............................ইউপি(সকল), নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
১২। ডিজিএম, পলস্নী বিদ্যুৎ সমিতি, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
১৩। কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, নবীনগর উপজেলা কমান্ড, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
১৪। সভাপতি, প্রেস ক্লাব, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
১৫। প্রধান শিক্ষক, নবীনগর পাইলট উচ্চ/নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
১৬। জনাব....................................................................................
উপজেলা নির্বাহী অফিসার
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS