আবহমান কাল থেকেই ইতিহাসের পাতায় নবীনগর উপজেলার গৌরবময় অবস্থান। ১৭৭৮সালে প্রকাশিত রেনেলের মানচিত্রে খুব গুরুত্বের সাথেই নবীনগরকে চিহ্নত করা হয়েছে। ১৮৭৫সালে নবীনগর থানা প্রতিষ্ঠিত করা হয়। ১৮৮৩সালে নবীনগরে মুন্সেফ আদালত চালু হয়। ১৯৮৩সালের ২৪মার্চ নবীনগর থানাকে আনুষ্ঠানিকভাবে উপজেলায় উন্নীত করা হয়।
নবীনগর উপজেলার অবস্থান উত্তর অক্ষাংশের ২৩° নর্থ এবং ৯৮°ইস্ট'দ্রাঘিমাংশের মধ্যে। এ উপজেলার উত্তরে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলা, দক্ষিণে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা পশ্চিমে বাঞ্চারামপুর ও নরিসংদীর রায়পুরা উপজেলা, পূর্বে কসবা উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া সদর।
নবীনগর নামকরণ নিয়ে একাধিক মত রয়েছে। কারো মতে “নবীন গড়” থেকেই নবীনগর নামের উৎপত্তি। আবার অনেকের ধারনা ইসলাম ধর্মের নবীনর নামের “নবী” ও “নগর” দুটি শব্দের সম্নবয়ে নবীনগর নামকরণ হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS