নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল গ্রাম পুলিশ সদস্যদের জন্য পুলিশ ও প্রতিরক্ষা বিষয়ে অবহিতকরণ প্রশিক্ষণ গত ০৭/১০/২০১৫ খ্রি: তারিখে সম্পন্ন হয়েছে। সাতটি ব্যাচে ২১০ জন দফাদার ও মহলস্নাদার প্রশিক্ষণে অংশ গ্রহণ করে। স্থানীয় সরকার বিভাগের ইউপিজিপি প্রকল্পের সহযোগিতায় প্রশিক্ষণে ফেসিলিটেটর হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ সচিব) আজাদ ছালস্নাল, উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ আজিজুল ইসলাম, নবীনগর থানার উপ পুলিশ পরিদর্শক নাজির আহাম্মদ। প্রশিক্ষণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ওয়ালিউল হাসান, ভাইস চেয়ারম্যান মো: মোশারফ হোসেন সরকার ও ইউপিজিপি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফেসিলেটেটর শংকর দেবনাথ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস