ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উপলক্ষ্যে আগামী 13 সেপ্টেম্বর রবিবার নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সকাল: 10.00 টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মেলার শুভ উদ্বোধন করবেন মান্যবর জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া, ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। আগামী 14 সেপ্টেম্বর বিকাল 4.00 টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ সমাপ্তি ঘোষনা ও পুরস্কার বিতরণ করবেন মাননীয় সংসদ সদস্য জনাব ফয়জুর রহমান। মেলায় বিনামূল্যে বিভিন্ন ধরনের ইন্টারনেট সেবার ব্যবস্থা রাখা হয়েছে। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বর্তমান বাংলাদেশের অবস্থান, সরকারি উদ্যোগ ও সরকারি সেবা ব্যবস্থার আধুনিকায়ন বিষয়ে জানার সুযোগ থাকবে। মেলায় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যেে আকর্ষনীয় পুরস্কারের ব্যবস্থা থাকবে। উক্ত মেলায় সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিবাবক সাদরে আমন্ত্রিত।
আমন্ত্রনে:
উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে
আক্তার হোসেন
উপজেলা টেকনিশিয়ান
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস