উপজেলা প্রশাসন, নবীনগর কর্তৃক গৃহিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি:
ক্রমিক নং | তারিখ ও সময় | কর্মসূচি | স্থান | বাসত্মবায়ন |
০১ | ১৩/০৮/২০১৫খ্রি: বৃহস্পতিবার।
সকাল: ১০-১১ টা।
সকাল: ১১-১২ টা।
দুপুর: ১২-০২ টা। |
Ø রচনা প্রতিযোগিতাঃ ---- ৬ষ্ঠ হতে ৮ম/ ৯ম হতে ১০ম/একাদশ থেকে সণাতকোত্তর পর্যমত্ম। বিষয়: বঙ্গবন্ধু ও বাংলাদেশ। Ø চিত্রাংকন প্রতিযোগিতাঃ ---- নার্সারী হতে ২য়/ ৩য় হতে ৫ম পর্যমত্ম। বিষয়:- বঙ্গবন্ধুর প্রতিকৃতি/শহীদ মিনার/ জাতীয় পতাকা। Ø কবিতা আবৃত্তিঃ ---- ৩য় হতে ৫ম পর্যমত্ম/৬ষ্ঠ থেকে ১০ম/ একাদশ থেকে সণাতকোত্তর। কবিতা: মহান পিতা/বঙ্গবন্ধু/স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হল।
|
উপজেলা পরিষদ মিলনায়তন।
উপজেলা পরিষদ মিলনায়তন।
উপজেলা পরিষদ মিলনায়তন। |
সংশিস্নষ্ট উপকমিটি।
সংশিস্নষ্ট উপকমিটি।
সংশিস্নষ্ট উপকমিটি। |
০২ | ১৪/০৮/২০১৫খ্রি: শুক্রবার।
সুবিধা জনক সময়ে |
Ø বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের ১৫ আগস্টের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত ও জাতির সুখ, সমৃদ্ধি কামনা করে সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। |
সকল ধর্মীয় উপাসনালয়। |
সংশিস্নষ্ট উপকমিটি |
০৩ | ১৫/০৮/২০১৫খ্রি: শনিবার।
সূর্যোদয়ের সাথে সাথে সকাল: ০৯ টা। সকাল: ১০ টা। বিকাল: ৫ টা। |
Ø আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করণ। Ø শোক র্যালি ও কেন্দ্রিয় শহিদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পসত্মবক অর্পণ। Ø আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ। Ø বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের উপর প্রামাণ্য চলচিত্র প্রদর্শনি। |
উপজেলা কেন্দ্রিয় শহিদ মিনার। উপজেলা কেন্দ্রিয় শহিদ মিনার। উপজেলা পরিষদ মিলনায়তন। উপজেলা পরিষদ মিলনায়তন। |
সংশিস্নষ্ট উপকমিটি। সংশিস্নষ্ট উপকমিটি। সংশিস্নষ্ট উপকমিটি। উপজেলা প্রশাসন।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস