Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নবীনগরে শিক্ষার্থীদের জন্য চালু হল বিক্রেতা বিহীন ‘সততা ষ্টোর’
বিস্তারিত

নবীনগর উপজেলায় এই প্রথম সততা স্টোর উদ্বোধন করা হলোঃ

সততা স্টোর :

দোকানদার কেউ নেই। টাকা নেয়ার কেউ নেই। কলম,পেন্সিল, রাবার, খাতা, বিস্কুট,চিপস দিয়ে সাজানো দোকান। স্কুলেরই একটা কক্ষ। ওরা ঢুকবে।একা। দাম লেখা আছে। জিনিস কিনবে। ক্যাশ বাক্সে টাকা রাখবে। বলেছি তাদের যে তোমরা কোন টাকা না রাখলেও কিছু বলা হবে না তোমাদের। আমরা তোমাদের উপর আস্থা রেখেছি।

কেন জানি বিশ্বাস করতে ইচ্ছে হয় এরা এখানে অসততা করবেনা। বলেছি,আমরা বড়রা নষ্ট হয়ে পড়েছি। তোমরা কি ওরকম হবে? একজন উপর থেকে দেখবে, আর দেখবে তোমার বিবেকের আদালত। রাতে ঘুমোতে যাবার সময় নিজেকে প্রশ্ন করবে।

অর্থের সততাকে বড় করে দেখছি সবাই। ছোট ছেলে গুলোকে আর উপস্থিত বড়দের মনে প্রশ্ন ঢুকিয়ে দিয়েছি এই বলে যে, মাঝে মাঝে মনে হয় বড়শীতে খাবার দিয়ে ক্ষুধার্ত মাছ কে ডেকে এনে যেমনভাবে ধরে খেয়ে ফেলছি অবলীলাক্রমে সততার সাথে। মানুষের আস্থা ও বিশ্বাস নিয়ে এরকমই খেলছি একে অপরের সাথে প্রতিনিয়ত। ভেবে দেখবেন কি?

আমরা দুষিত। তোমাদের দুষনমুক্ত রাখতে পারবো তো?

 

 

ছাত্র অবস্থায় নীতি নৈতিকতা এবং সততা গড়ে তুলতে বিক্রেতাবিহীন লেখাপড়ার প্রয়োজনীয় সামগ্রী  বিক্রয়ের লক্ষ্যে ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোর নামে এক বিক্রয় প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

এতে শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজনে শিক্ষা সামগ্রী এখান থেকেই কিনতে পারবেন। প্রতিটি উপকরনের দাম উল্যেখ থাকায় ওই দামে তারা খাতা কলম পেন্সিল সহ অন্যান্য শিক্ষা উপকরন এখান থেকেই কিনবেন বিক্রেতা বিহীন এ ষ্টোর থেকে।

আজ (২১-০৩) দুপুরে উপজেলা প্রশাসন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহযোগীতায় সততা ষ্টোরের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার তানভীর সালেহীন গাজী।

উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো:আবু মোছার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নবীনগর পৌর আওয়ামিলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব বোরহান উদ্দিন আহম্মেদ, ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো:আবু কামাল খন্দকার, প্রেসক্লাব সভাপতি মাহবুব আলম লিটন,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল,সাংবাদিক সঞ্জয় সাহা,সাইদুল আলম সোরাফ প্রমুখ।

ব্যতিক্রমী উদ্যোগ নেয়ায় সংশ্লীষ্ঠদের ধন্যবাদ জানিয়েছেন সুশীল সমাজের ব্যক্তিরা। তারা মনে করেন শিক্ষার শুরু থেকেই শিক্ষার্থীদের নীতি নৈতিকতায় বেড়ে উঠতে এ কার্যক্রম গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী প্রধানশিক্ষক কাজীমো: উয়াজেদউল্লাহ।

ছবি
ডাউনলোড